Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

(১) মৎস্য সম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণে দায়িত্ব পালন করা

(২) লাগসই প্রযুক্তি ভিত্তিক হ্যাচারি স্থাপন এবং গুণগত মানসম্পন্ন পোনা মাছ উৎপাদনের জন্য বেসরকারি নার্সারি মালিকদের সম্ভাব্য সকল প্রকার কারিগরি সাহায্য ও সহযোগিতা প্রদান

(৩) গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদন ও প্রদর্শনীর জন্য প্রদর্শনী নার্সারি কার্যক্রম পরিচালনা এবং তথ্যাদি সংরক্ষণ

(৪) মৎস্য চাষিদের বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান

(৫) ব্যাংক ঋণ প্রাপ্তিতে মৎস্যচাষি/মৎস্যজীবী/চিংড়িচাষি/উদ্যোক্তাদের প্রকল্প তৈরিসহ অন্যান্য কারিগরী সহায়তা প্রদান

(৬) জরিপ ও তথ্য সংগ্রহ

(ক) সরকারি (খাস) ও বেসরকারি সকল প্রকার পুকুর, দীঘি, নদী, খাল, বিল প্রভৃতি জলাশয়ের সংখ্যা এবং আয়তন সম্পর্কে     তথ্যাদি সংগ্রহ ও যথাযথভাবে তা সংরক্ষণ

 (খ) বেসরকারি পর্যায়ে পুকুর, দীঘি, বিল, বাঁওড়, প্লাবনভূমি ও ধানক্ষেত ইত্যাদিতে মৎস্যচাষ কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি  হালনাগাদ সংগ্রহ এবং উৎপাদিত মাছের তথ্যাদি সংগ্রহ ও তা যথাযথভাবে সংরক্ষণ

(গ) উন্মুক্ত জলাশয়, নদী-নালা, খাল-বিল, প্লাবনভূমি ইত্যাদি হতে আহরিত মৎস্য বিষয়ক তথ্যাদি নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ

(ঘ) প্রাকৃতিক উৎসের সন্ধান এবং আহরিত রেনু/পোনার (প্রযোজ্য ক্ষেত্রে) উপাত্ত ও তা যথাযথভাবে সংরক্ষণ

(ঙ) প্রধান প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র/মাছের আড়ত ও হাট-বাজার পরিদর্শন করে Random Samplingপদ্ধতিতে মাছের প্রধান প্রধান প্রজাতিভিত্তিক মোট পরিমাণ, গড় সাইজ ও ওজন এবং কেজি প্রতি পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য এই তিন ধাপে  মাছের প্রজাতি ভিত্তিক টন প্রতি মূল্য ও আনুষঙ্গিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ

(৭) জলমহাল ব্যবস্থাপনার আওতায় মৎস্য বিভাগীয় প্রকল্পভুক্ত জলমহালগুলোর জৈবিক ব্যবস্থাপনা (Biological Management)এবং সংরক্ষণমূলক কার্যক্রমবাস্তবায়ন

 (৮) মৎস্য সম্পদ সংরক্ষণ আইন ১৯৫০ এবং এতদসংক্রান্ত পরবর্তী সংশোধনীর আলোকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ

(৯) পানিসম্পদ ব্যবস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করা

(১০) বেসরকারি পর্যায়ে পরিচালিত কার্প/চিংড়ি ও অন্যান্য প্রজাতির হ্যাচারির সংখ্যা, আয়তন অবস্থান ও স্থাপনা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি হ্যাচারিওয়ারী পৃথক পৃথক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রণীতব্য নীতিমালার আলোকে তা নিবন্ধন করার ব্যবস্থা গ্রহণ

 (১১) বেসরকারিভাবে নতুন কোন মাছের প্রজাতি উপজেলা পর্যায়ে চাষির খামারে চাষ শুরু হলে জীববৈচিত্র্যের কোন প্রভাব ফেলবে কিনা এবং উহার চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ত্বরিৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ

(১২) মাছ/চিংড়ি খামারে ব্যবহৃত মৎস্যজাত ভেজাল নিরোধ ও গুণগতমান সংরক্ষণের জন্য মৎস্যখাদ্যের দোকান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ

 (১৩) উপজেলা পর্যায়ে মৎস্য অভয়াশ্রমের অনুসরণে মান্দা, কুয়া ইত্যাদি স্থাপনের মাধ্যমে সনাতনী প্রজাতির মাছ/বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ

 (১৪) মৎস্য অধিদপ্তরে বাস্তবায়নাধীন ক্ষুদ্রঋণ সম্পর্কিত প্রকল্প (সমাপ্ত প্রকল্পসহ)/কর্মসূচিতে বরাদ্দকৃত টাকা সরকারি বিধি/প্রকল্পের নীতিমালা ও দিকনির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট মৎস্যচাষিদের মাঝে বিতরণ ও নির্ধারিত লক্ষ্যমাত্রার মৎস্য ও অন্যান্য সামগ্রী উৎপাদন নিশ্চিত করে ঋণের টাকা আদায়ের ব্যবস্থা নিশ্চিতকরণ

(১৫) জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিকদলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিতকরণ ও প্রশিক্ষণ ইত্যাদি।

মৎস্য পরামর্শ সেবা পেতে নিম্মোক্ত নম্বরে যোগাযোগ করুন।

০১৭২৩-২২৬৩৭৬

০১৬২২-৫৫৬৯৬৮